মিয়ানমার ও বিএনপি একই সুরে কথা বলছে: কাদের

SHARE

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমার সরকার যে সুরে ও কৌশলে কথা বলছে, বাংলাদেশের একটি দল বিএনপিও সেই সুরে কথা বলছে।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ সভার আয়োজন করে।

কাদের বলেন, আমরা কূটনীতিতে পিছিয়ে নেই। মিয়ানমারের উপর প্রেশার আগের চেয়ে অনেক বেড়েছে। মনের ভেতর যাই থাক, মিয়ানমার এখন রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা মুখে বলছে, এটা আমাদের কূটনীতিক সফলতা।

তিনি বলেন, যেখানে সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে। সেখানে প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপি রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমার সরকারের সুরে কথা বলছে।

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান।

সূচনা বক্তব্য দেন বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম।