মোহাম্মদ আমিরকে পুনরায় লংগার ভার্সনে ফেরার অনুরোধ জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব আখতার

SHARE

ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি মনোযোগী হবার জন্য সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে পুনরায় লংগার ভার্সনে ফেরার অনুরোধ জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর প্রাক্কালে আমিরের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন পাকিস্তানের সাবেক গতিদানব।
২৭ বছর বয়সী এই ক্রিকেটারকে টেস্ট অবসরের সিদ্ধান্ত বাতিলের আহবান জানিয়েছেন তিনি।
ইউটিউবে প্রেরিত এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘আমিরের উচিত হবে অবসরের ঘোষণা প্রত্যাহার করে পাকিস্তানের হয়ে মাঠে নামা। কারণ দেশটির তার মতো খেলোয়াড়ের প্রয়োজন। আমার বিশ্বাস ও হচ্ছে একমাত্র খেলোয়াড় যে দেশের হয়ে পারফর্মেন্স দেখিয়ে নিজেকে কিংবদন্তির আসনে বসাতে পারে। কাউন্টি ক্রিকেট খেলে কেউ স্মরণীয় হয়নি। ‘
এমন এক সময় রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের এই মন্তব্য আসল, যখন আমির কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণীর ম্যাচে ৬৪ রানে ৬ উইকেট নিয়েছেন। ম্যাচে কেন্টকে হারায় তার দল। শোয়েবের মতে, নিজ দেশের জন্যও তার একই রকম পারফর্মেন্স করা উচিত। হতাশা প্রকাশ করে পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার বলেন, ‘এটি খারাপ একটি দৃষ্টান্তে পরিণত হবে।
তিনি উদাহারণ টেনে বলেন, মোহাম্মদ আমিরের এই সিদ্বান্ত অনুসরণ করতে পারেন হাসান আলী, ওয়াহাব রিয়াজ ও জুনাঈদ খান। পাকিস্তান দলে কি ঘটছে আমি বুঝতে পারছি না। ‘
তিনি বলেন, ‘গোটা বিশ্ব জুড়েই ক্রিকেট বোর্ডগুলো বড় চ্যালেঞ্জের মোকাবেলা করছে। ওয়েস্ট ইন্ডিজের কথাই ধরুন। বিশ্বসেরা হবার সব ধরনের উপাদান তাদের মজুদ আছে। কিন্তু খেলোয়াড় ও বোর্ডের মধ্যে চুক্তিগত জটিলতার কারণে সামনের সারির অনেক খেলোয়াড় দেশের প্রতিনিধিত্ব বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি দলের দিকে ঝুঁকছে। এমন ঘটনা ঘটতেই থাকবে যতদিন না কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিটি ক্রিকেটারেরই অধিকার রয়েছে নিজের ইচ্ছা ও ক্যারিয়ার নিয়ে ভাবার। তারা টেস্ট খেলে তাই রোমাঞ্চ অনুভব করে না। এখনই এটার সুরাহা না হলে অদূর ভবিষ্যতে টেস্ট ক্রিকেট সেরা মেধা।