এবারও বিশ্বকাপের শুভেচ্ছা দূত শচীন

SHARE

shochin২০১৫ বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে ক্রিকেটের ‘লিটল মাস্টার’-এর নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দূত হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত জনহিতকর ও প্রচারণামূলক কাজে অংশ নেবেন তিনি।

এর আগে ২০১১ বিশ্বকাপেও শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করেন শচীন টেন্ডুলকার। তখন বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন শহরে প্রচারণার কাজে অংশ নিয়েছিলেন তিনি। আইসিসি জানিয়েছে, ২০১১ সালে শুভেচ্ছা দূত হিসেবে শচীনের পারফরমেন্সে সন্তুষ্ট হয়েই দ্বিতীয়বারের মতো তার হাতেই তুলে দেয়া হচ্ছে দায়িত্ব।

দ্বিতীয়বারের মতো শুভেচ্ছা দূতের দায়িত্ব পেয়ে আনন্দিত টেন্ডুলকার বলেন, ‘আমি গর্বিত এবং উল্লাসিত।’

তিনি আরো বলেন, ‘শেষ ছয়টি বিশ্বকাপে ছিলাম খেলোয়াড়। কিন্তু আগামী বিশ্বকাপ আমার জন্য একেবারে আলাদা- এবার আমি সাইডলাইনের লোক। এই অভিজ্ঞতাকে হয়তো ১৯৮৭ বিশ্বকাপের সঙ্গে তুলনা করা যাবে, যখন আমি ছিলাম একজন বলবয়।’ সূত্র: আইসিসি