এক সপ্তাহে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার!

SHARE

দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি তার পূর্ব উপকূলে এ পরীক্ষা চালিয়েছে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দু’টি নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে।

বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৬ মিনিট ও ৫টা ২৭ মিনিটে ওনসান বন্দরের কালমা এলাকা থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। দুটি ক্ষেপণাস্ত্রই ৩০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগর বা পূর্ব সাগরে গিয়ে পড়ে।

এদিকে, গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া একই ধরনের দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে দক্ষিণ কোরিয়ার জন্য ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কেয়ং-ডু জানিয়েছেন, আজ বুধবার যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে তা আগেরগুলোর চেয়ে ভিন্ন মডেলের।

সূত্র: বিবিসি