দেশে কোরবানির পশু আছে এক কোটি ১৭ লাখ, সংকটের আশঙ্কা নেই

SHARE

দেশে এক কোটি ১৭ লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত থাকায় আসন্ন ঈদে কোনো পশু সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। ফলে ভারত থেকে পশু আমদানির কোনো প্রয়োজন নেই। এর পরেও কিছু পশু ভারত থেকে আসছে দেশে।

প্রাণিসম্পদ বিভাগের হিসাব মতে, কোরবানিতে পশুর সংকট হওয়ার আশঙ্কা নেই বলেই মনে করছেন কর্মকর্তারা।

ভারত থেকে বাংলাদেশে গরু আসা বন্ধ করতে নানামুখী তৎপরতার মুখে দেশে কয়েক বছর আগে গবাদিপশুর সংকট তৈরি হয়েছিল। পরে অবশ্য স্থানীয় খামারিরা উদ্যোগ নিয়ে সে চাহিদা পূরণ করেছেন। এতে গড়ে উঠেছে অসংখ্য বাণিজ্যিক খামার। ফলে পশুপালনে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে দেশ। এ কারণে এবার ভারত থেকে পশু আমদানি না হলেও সংকট তৈরি হবে না।

প্রাণিসম্পদ বিভাগের হিসাব মতে, দেশে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এক কোটি ১৭ লাখ ৮৮ হাজার ৫৬৩টি গবাদিপশু। গত বছর কোরবানি দেয়া হয়েছিল এক কোটি পাঁচ লাখ ৬৯ হাজার ৭০টি পশু। তবে প্রতি বছরই কোরবানির সংখ্যা বাড়ে। গতবারের চেয়ে ১০ লাখ বেশি কোরবানি হলেও এবার পরিস্থিতি সামাল দেওয়া যাবে।

এদিকে পশুর মজুদ পর্যাপ্ত থাকায় ভারত থেকে গরু আসা বন্ধে তৎপর হওয়ারও নির্দেশ নিয়েছে সরকার।