সুন্দরবন নিয়ে বিএনপি ‘ভাওতাবাজি’ করছে: হাছান মাহমুদ

SHARE

hasan28আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এমপি বলেছেন, “সুন্দরবনের শ্যালা নদীতে ট্যাঙ্কার ডুবির ঘটনায় তদন্ত কমিটি করে বিএনপি জনগণের সঙ্গে ভাওতাবাজি করছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে সুন্দরবন বনদস্যুদের হাতে ইজারা দিয়ে দিয়েছিলেন। আর এখন ট্যাঙ্কার ডুবির ঘটনায় তদন্ত কমিটি করে দেশের জনগণের সঙ্গে ভাওতাবাজি করছে।”

সোমবার বেলা ১২ টায় সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘চলমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কঠোর সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, “তিনি দেশের না এসে বিদেশের মাটিতে বসে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস নিয়ে মিথ্যাচার করছেন। রাজনীতি করতে চাইলে তাকে দেশে এসে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।”

এসময় তারেক রহমানকে ‘ফেরারি আসামি’ ও ‘নষ্ট মায়ের ভ্রষ্ট ছেলে’ বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

অভিনেতা ড. এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।