ভারতের জনপ্রিয় শিশু অভিনেতা সড়ক দুর্ঘটনায় নিহত

SHARE

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টেলিভিশনের জনপ্রিয় শিশু অভিনেতা শিবলেশ সিং-এর। তাঁর বাবা-মা ও আরও একজন এই দুর্ঘটনায় আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছন, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ রায়পুরের কাছে ধারসিওয়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ১৪ বছরের শিবলেশ। সে তাঁর পরিবারকে নিয়ে বিলাসপুর থেকে রায়পুর যাচ্ছিল। ট্রাকটি ফেলে চম্পট দিয়েছে চালক। তার খোঁজে তল্লাশি চলছে।

সংবাদমাধ্যমে সাক্ষাত্‍‌কার দেওয়ার জন্য এই শিশু অভিনেতা রায়পুর যাচ্ছিল বলে জানিয়েছে তার পরিবারের ঘনিষ্ঠ ধীরেন্দ্র কুমার শর্মা। শিবলেশ ছত্তিশগড়ের বাসিন্দা হলেও তার বাবা-মা গত ১০ বছর ধরে আছেন মুম্বাইতে।

‘সংকটমোচন হনুমান’, ‘সসুরাল সিমার কা’ সহ বেশ কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিল শিবলেশ। টিভি রিয়্যালিটি শো-তেও অংশ নিতে দেখা গিয়েছে তাকে।