অ্যাপের সাহায্যে টাকা নিচ্ছে চীনের ভিক্ষুকরা

SHARE

বাসা-বাড়ির দরজা থেকে শুরু করে রাস্তাঘাট, ট্রেন কিংবা বাসে ভিক্ষুকরা ভিক্ষা চায়। সেই দৃশ্য একেবারেই চেনা। তবে, চীনে একেবারে ভিন্ন ধরনের দৃশ্য চোখে পড়বে।

জানা গেছে, চীনের ভিক্ষুকরা নাকি আর নগদে ভিক্ষা নিচ্ছেন না। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তারা বেছে নিয়েছেন নগদ টাকা ছাড়াই লেনদেনের। ভিক্ষা নিচ্ছেন অ্যাপের সাহায্যে।

নতুন এই পন্থা ঘিরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে পুরো বিশ্বে। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে এমন কয়েকটি ছবি, যেখানে দেখা যাচ্ছে প্রত্যেক ভিক্ষেুকের গলায় ঝোলানো রয়েছে নির্দিষ্ট কিউআর কোডযুক্ত ব্যাজ। সেই কোড স্ক্যান করে নিজের ইচ্ছা অনুসারে অর্থ তাকে ই-ওয়ালেটে ট্রান্সফার করছেন দানকারীরা।

জানা গেছে, চীনের ভিক্ষুকরা ভিক্ষা নেয়ার জন্য ব্যবহার করছেন আলিবাবা সংস্থার তৈরি অ্যাপ ‘আলি পে’। অনেকে আবার ব্যবহার করছেন উইচ্যাট ওয়ালেট।