ফিলিপাইনে চার শতাধিক ডেঙ্গুতে আক্রান্ত, জারি করা হয়েছে ডেঙ্গু সতর্কতা

SHARE

এখন ডেঙ্গুর মৌসুম। শুধুমাত্র বাংলাদেশের মানুষই ডেঙ্গুতে আক্রান্তু হয়ে মারা যাচ্ছে না। সারা বিশ্বব্যাপী দেখা দিয়েছে এই রোগের মহামারি। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারশ ৫৬ জন মারা গেছে ফিলিপাইনে। আর তাই দেশটিতে ‘জাতীয় ডেঙ্গু সতর্কতা’ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটির প্রায় এক লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। গত বছর একই সময়ের তুলনায় এবারের প্রথম ছয়মাসে ডেঙ্গু আক্রান্তের পরিমাণ বেড়েছে ৮৫ শতাংশ। মিমারোপা, ওয়েস্টার্ন ভিসিয়াস, সেন্ট্রাল ভিসিয়াস এবং নর্দার্ন মিনাডানো নামের এই চারটি অঞ্চলে ডেঙ্গুকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ওই চারটি অঞ্চল ছাড়াও আরও নয়টি অঞ্চলের ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।