বড়দিন ও থার্টিফাস্ট নাইটে ৪ স্তরের নিরাপত্তা

SHARE

assadujzamখ্রীষ্টানদের ধর্মীয় উৎসব বড়দিন ও ইংরেজি নববর্ষের থার্টিফাস্ট নাইট উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ দুটি উৎসব যেন জনগণ নির্বিঘ্নে উদযাপন করতে পারে এ জন্য সর্বোচ্চ শতর্কতা ও গোয়েন্দা নজরদারী থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, ২৫ ডিসেম্বর খ্রীষ্টানদের ধর্মীয় উৎসব বড়দিন। তার কয়েকদিন পরই ইংরেজি নববর্ষের থার্টিফাস্ট নাইট। দুটি উৎসবকে সামনে রেখে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও খ্রীষ্টান ধর্মীয় নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি জানান, বৈঠকে বেশ কিছু বিষয়ে সিধান্ত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- কুটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থা আরও গতিশীল রাখা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, গুলশান-বনানী-বারিধারা এলাকায় চলাচলে বিশেষ নির্দেশনা ও দেশব্যাপী গোয়েন্দা নজরদারী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভারতের কারাগারে বন্দী নূর হোসেনকে (নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় অভিযুক্ত) ভারত সরকার যেদিন ফেরত দিবে, তখনই আমরা তাকে দেশে ফেরত আনব। এ জন্য একটু অপেক্ষা করতে হবে।