আব্বাসের পোস্টার, চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রশংসার বান

SHARE

চিত্রনায়ক নিরব অভিনীত ‘আব্বাস’ ছবির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিরবের ভেরিফায়েড পেইজে ছবির পোস্টার প্রকাশ হয়। আগামী ৫ জুলাই ছবিটি দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। পোস্টারের ডিজাইন করেছেন সাকিব সৌখিন।

পোস্টারে দেখা যাচ্ছে, পুরান ঢাকার গলিতে দাঁড়িয়ে আছেন রঙিন নিরব। কপালে চিন্তার ভাঁজ। গলায় ঝোলানো লকেটে আঙুল রেখেছেন, অন্যহাতে ভর দিয়েছেন কোমরে। ইতোমধ্যে পোস্টারে নিরবের লুকের প্রশংসা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সম্ভাবনাময় এক চলচ্চিত্রের আভাস খুঁজে পাচ্ছেন সকলে।

পোস্টারের নিরবে লুক দেখে প্রশংসা করেছেন চিত্রপরিচালক অনন্য মামুন, সৈকত নাসির, রফিক সিকদার, সাখাওয়াত মানিক, মোস্তাফিজুর রহমান মানিক, নোমান রবিন। চিত্রনাট্য নির্মাতা আব্দুল্লাহ জহির বাবু বলছেন,’নিরবের প্রচেষ্টা জবাব দেবে রূপালি পর্দায়- খুব শিগগিরই। নিরব আপনি এগিয়ে যান আমরা আছি আপনার সাথে।’ অনন্য মামুন বললেন,’সিনেমা কেমন হয়েছে, কি ব্যবসা করবে, সেটা সময় বলবে..কিন্তু আমার মিডিয়া লাইফে কোন নায়ককে তার সিনেমার জন্য এত পরিশ্রম করতে দেখিনি। সাবাশ নিরব।’

সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু ও প্রযোজক আরশাদ আদনান আব্বাস চলুচ্চিত্রে নিরবের লুকের প্রশংসা করেছেন। ভালো একটি চলচ্চিত্রের সম্ভাবনা দেখছেন অভিনয়শিল্পী মামনুন হাসান ইমন, আশনা হাবিব ভাবনা ও মোনালিসা, শিমুল খান। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন সে কথা।

সঙ্গীতশিল্পী লুৎফর হাসান, আহমেদ হুমায়ূন, গীতিকার সোমেশ্বর অলি, মাহমুদ মানজুর, জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ, শান্তা জাহান প্রশংসা করেছেন। এছাড়াও ভক্তরা সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছা-শুভ কামনা জানিয়ে বলছেন,’আব্বাসের মাধ্যমেই নিরবের পুনর্জন্ম হোক।’

৫ জুলাই মুক্তির আগে নানাভাবে ছবিটি প্রমোশন করবেন। নিরব বললেন, ভালো ছবি দর্শকদের কাছে পৌঁছে দিতে ছোটাছুটির কমতি রাখবে না পুরো টিম। পুরান ঢাকায় ‘আব্বাস’ নামে এক ছেলের বেড়ে ওঠা ও তার সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। নাম ভূমিকায় অভিনয় করছেন নিরব। তিনি বললেন, পুরান ঢাকার এক মডার্ন ‘আব্বাস’ আমি। থ্রিলার, রোমান্টিক ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আব্বাস’।

গত ১৬ জুন আনকাট সেন্সর পেয়েছে সাইফ চন্দন পরিচালিত ছবি আব্বাস। এ ছবিতে নিরবের নায়িকা সোহানা সাবা। এটাই তাদের প্রথম ছবি। আরও অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, ইলোরা গওহর, সমাপ্তি মাসুক, জয় রাজ সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ। ছবি প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।