বিশ্ব সংগীত দিবসে আজ শিল্পকলা একাডেমিতে ১০ ভাষায় গান

SHARE

আজ বিশ্ব সংগীত দিবস। এ উপলক্ষে ‘বিশ্ব সংগীত দিবস ২০১৯’ শিরোনামে বড় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে ১০টি ভাষার গান গাইবেন ৪৫ জন শিল্পী। এছাড়া থাকছে শোভাযাত্রার আয়োজনও।

শিল্পকলার জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই আয়োজন শুরু হবে বিকেল ৪টায়। অনুষ্ঠানে বাংলাসহ ১০টি ভাষার গান গাইবেন ৪৫ জন শিল্পী। পরিবেশনার শুরু ও শেষ হবে বাংলা দেশাত্মবোধক গান দিয়ে। শুরুতে ‘আমারও দেশেরও মাটিরও গন্ধে’ গাইবেন রাজীব, ইউসুফ, প্রিয়াঙ্কা গোপ, অনুপমা মুক্তি ও রাশেদ। শেষ হবে ‘ধনধান্য পুষ্পভরা’ দিয়ে। গাইবেন বাদশা বুলবুল, ডলি সায়ন্তনী, মৌটুসী, প্রিয়াঙ্কা বিশ্বাস, সবুজ, শরীফ, সুস্মিতা ও সুমি মির্জা। মাঝে চীনা ভাষায় গাইবেন দিনাত জাহান মুন্নী, প্রতীক হাসান ও পুতুল। ইংরেজি ভাষায় সাব্বির, আরমিন মূসা, জয় শাহরিয়ার ও আর্নিক। স্প্যানিশ ভাষায় আলিফ আলাউদ্দিন, সুজন আরিফ, মেহরাব ও ফারশিদ। উর্দুতে পুলক, পারভেজ, সিঁথি সাহা ও বেলি আফরোজ। আরবি ভাষায় কোনাল, রাফাত ও হৈমন্তী। নেপালি ভাষায় লুইপা, সজীব ও পিংকি ছেত্রি। রুশ ভাষায় রন্টি দাস, ডি রক স্টার শুভ ও স্মরণ। হিন্দিতে কনা, মুহিন, ইমরান ও লিজা এবং জাপানি ভাষায় গাইবেন ইবরার টিপু, শান ও বিন্দু কণা।

গান পরিবেশনার আগে সংগীতশিল্পীদের অংশগ্রহণে হবে বিশেষ শোভাযাত্রা। সেখানে একাডেমির মহাপরিচালক ছাড়াও প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।