সশস্ত্র বাহিনীর উন্নয়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

SHARE

hasina18সশস্ত্র বাহিনীকে পেশাদার ও প্রশিক্ষিত বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, জনগণের আশা-আকাঙক্ষা পূরণে অতীতে সশস্ত্র বাহিনী যেভাবে জনগণের পাশে থেকেছে ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে।

তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন বলেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নে ফোর্সেস গোল-২০৩০ প্রণয়ন করেছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ৪৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৪ তে অংশগ্রহণ করেন। এ ছাড়া আর্মড ফোর্সের ওয়ার কোর্সে সশস্ত্র বাহিনীর ২৬ জন কর্মকর্তা অংশ নেন।