৯০’এর ছাত্রনেতাদের কনভেনশন মঞ্চে খালেদা জিয়া

SHARE

khaledaaগণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে বিজয়ী হওয়ার লক্ষে ৯০’এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতাদের কনভেনশনে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকাল  সোয়া তিনটার দিকে তিনি সম্মেলনের মঞ্চে উপস্থিত হন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এ কনভেনশনের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কনভেনশন পরিচালনা করছেন ডাকসুর সাবেক জিএস ও বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন।
সম্মেলনে সারাদেশ থেকে আগত তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতা ও বর্তমান নেতারা বক্তব্য রাখছেন।
বক্তারা বর্তমান স্বৈরাচারী সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় ৯০’র চেতনায় উজ্জীবিত হয়ে পুনরায় তীব্র আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন। সেই সাথে বিগত দিনের সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার জন্য বর্তমান ঢাকার নেতাদের দায়ী করেন। সরকার বিরোধী আন্দোলনে বর্তমান ছাত্রদলের নিস্ক্রিয়তারও সমালোচনা করেন বক্তারা।
সম্মেলনে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এমকে আনোয়ার, মির্জা আব্বাস, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, আসাদুজ্জমান রিপন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহস্বেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান বাবুল, আজিজুল বারী হেলাল, সাইফুদ্দিন মনি, আসাদুর রহমান আসাদ প্রমুখ।
এছাড়া দর্শক সারীতে উপস্থিত আছেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরাম হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।
সম্মেলনে সারাদেশ থেকে তৎকালীন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি, জিএস ও জেলার সভাপতিরাসহ সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহন করেছেন।