ইতিহাস গড়ে প্রথম আর্চার হিসেবে সরাসরি অলিম্পিকে যাচ্ছেন দেশ সেরা রোমান সানা। আজ রিকার্ভের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফেবারিট নেসপলিকে হারিয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন বিশ্বমঞ্চে প্রথম কোনো পদক।
দুদিন আগেই বাংলাদেশকে অনন্য এক আনন্দে ভাসিয়েছেন রোমান সানা। প্রথম আর্চার হিসেবে নিজ যোগ্যতায় অলিম্পিকে জায়গা করে নিয়েছেন। নেদারল্যান্ডসে হুন্দাই বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ছেলেদের ব্যক্তিগত রিকার্ভে দক্ষিণ কোরিয়ার কিম উজিনকে ৬-৪ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন রোমান। এতেই আগামী বছর জুনে টোকিও অলিম্পিকে রিকার্ভে সরাসরি খেলার কোটা প্লেস পেয়েছে।
আজ সে আনন্দ আরও বাড়িয়ে দিয়েছেন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই ইতালির মাওরো নেসপলিকে ৭-১ পয়েন্টে হারিয়ে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম কোনো পদক এনে দিয়েছেন রোমান।
এর আগে রোমান কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার আর্চার কিমকে হারিয়েছেন। ২০১১ সালের বিশ্বকাপে সোনা জেতা এই আর্চার র্যাঙ্কিং রাউন্ডে চতুর্থ ছিলেন। অন্যদিকে এই চ্যাম্পিয়নশিপে রোমান র্যাঙ্কিং রাউন্ডে ছিলেন ২০তম। তবে পিছিয়ে থাকলেও দারুণ খেলে সেমিফাইনালে উঠে আসেন রোমান। যদিও সেমিফাইনালে মালয়েশিয়ার খাইরুল আনোয়ারের কাছে ৭-৩ পয়েন্টে হেরে গেছেন।
প্রতিযোগিতায় দুর্দান্ত খেলা রোমান তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া, প্রি-কোয়ার্টার ফাইনালে কোরিয়ার প্রতিযোগীর বিপক্ষে জেতেন ৬-৪ পয়েন্ট। কোয়ার্টারে ৬-২ পয়েন্টে হারান স্বাগতিক হল্যান্ডের প্রতিযোগীকে।