ট্যাংকারে হামলার জন্য ইরানকে দায়ী করে হুমকি সৌদি ক্রাউন প্রিন্সের

SHARE

সম্প্রতি ওমান উপসাগরে তেলবাহী দুটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। আর এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে সৌদি আরব।
এদিকে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানকে হুমকি দিয়ে বলেছেন, কোনো হুমকি মোকাবিলায় ‘দ্বিধা’ করবে না সৌদি আরব।
মোহাম্মদ বিন সালমান প্যান-আরব দৈনিক আশারক আল-আওসাতকে বলেছেন, এই অঞ্চলে কোনো যুদ্ধ চাই না আমরা । কিন্তু আমাদের জনগণ, সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা ও মৌলিক স্বার্থের জন্য যে কোনো হুমকি মোকাবিলায় দ্বিধা করব না আমরা।
গত বৃহস্পতিবার ওমান উপসাগরে তেলবাহী দুটি ট্যাংকারে হামলা হয়। এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে এই হামলা।
এদিকে, প্রায় এক মাস আগে সংযুক্ত আরব আমিরাত উপকূলে চারটি ট্যাংকার লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই হামলার জন্যও ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।
সূত্র : বিবিসি