পাকিস্তানও অস্ত্র দিচ্ছে মাওবাদীদের!

SHARE

গতকাল শুক্রবার ভারতের পুলিশ মাওবাদীদের কাছ থেকে কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ছত্তিশগড়ের মাওবাদীদের কাছ থেকে পুলিশ যেসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে তার মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীর অস্ত্রও রয়েছে।

এতে প্রশ্ন জেগেছে মাওবাদীদের তত্‍‌পরতায় কি কোনোভাবে পাকিস্তানও জড়িয়ে পড়ছে?এমনটাই সন্দেহ করছে ছত্তিসগড়ের পুলিশ।

জানা গেছে, শুক্রবার অভিযানে একটি হ্যাকলার এবং একটি কোচ জি-থ্রি রাইফেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতভর অ্যানকাউন্টারে চার মাওবাদী নিহত হয়েছে। উদ্ধার হয়েছে দুই মাওবাদীর মরদেহ। ঘটনাস্থল থেকে দুটি এসএলআর এবং একটি ৩০৩ রাইফেলও উদ্ধার হয়েছে।

পাকিস্তানি সেনার রাইফেল কীভাবে পাচ্ছে মাওবাদীরা, তা ভাবাচ্ছে তদন্তকারীদের।

তারা বলছেন, এটা খুবই আশঙ্কাজনক।

পুলিশের দাবি, ন্যাটো ও পাকিস্তান আর্মি ছাড়া আর কেউ এ ধরনের রাইফেল ব্যবহার করে না। তাই মাওবাদীরা কোথা থেকে এই অস্ত্র হাতে পাচ্ছে, পুলিশের কাছে তা এখন লাখ টাকার প্রশ্ন।

প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার একইস্থান থেকে মাওবাদীদের সঙ্গে অ্যানকাউন্টারের পর বিদেশি রাইফেল পাওয়া গেল।