খেলা ছাড়াই এগুচ্ছে বিশ্বকাপ : আরো একটি ম্যাচ পরিত্যক্ত

SHARE

চলতি বিশ্বকাপে আজকের ম্যাচটিকে বলা হচ্ছিল সবচেয়ে উপভোগ্য ম্যাচ হতে যাচ্ছে। দর্শকরাও আশায় ছিলেন সময়ের দুই ক্রিকেট পরাশক্তি ভারত-নিউজিল্যান্ডের লড়াই দেখার। কিন্তু সেটা আর হলো কই? ১৮টি ম্যাচের মধ্যে ৪ নম্বর ম্যাচ হিসেবে আজ পরিত্যক্ত হয়েছে ভারত-নিউজিল্যান্ড লড়াই। কারণ সেই বৃষ্টি!

ট্রেন্টব্রিজে স্থানীয় সময় সাড়ে ১০টায় ম্যাচটি শুরুর কথা থাকলেও টস পর্যন্ত হতে পারেনি। মুষলধারে চলছে বৃষ্টি। একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় সোয়া ৩টার দিকে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এই নিয়ে চলতি আসরে চারটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলো।

গত ১৪ দিনে ১৮টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ওভার কর্তনের ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি ম্যাচে। ইতিমধ্যেই বৃষ্টিতে তিনটি ম্যাচ ভেস্তে যাওয়ার জন্য শ্রীলঙ্কা ২ পয়েন্ট, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ১ পয়েন্ট করে খুইয়েছে। রিজার্ভ ডে না থাকা নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। এমন অবস্থায় বিশ্বকাপের আমেজটাই নষ্ট হয়ে গেছে। দর্শকরা প্রচণ্ড বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিশ্বকাপ থেকে।