৩০০ পার করল ইংল্যান্ড

SHARE

দাপুটে ব্যাটিংয়ে ৩০০ পার করল ইংল্যান্ড। এই রান সংগ্রহ করতে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বোলারদের ওপর চড়াও হয়ে ৯টি ছয় ২৪টি চারের খেলা খেলেন। এর আগে প্রথম পাঁচ ওভারে ব্যাটসম্যানদের বেঁধে রেখেছিলেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। কিন্তু সাবধানী শুরুর পর রানের গতি বাড়িয়েছেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। তারা সাজঘরে ফিরলেও রানের চাকা থেমে থাকেনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৪২ ওভারে ইংল্যান্ড করেছে ৩০৫ রান। ক্রিজে আছেন জস বাটলার ও ওয়েন মর্গ্যান। বাটলার করেছেন ৩৩ বলে ৫১ রান। অন্য প্রান্তে মর্গ্যান ২২ বল খেলে করেছেন ২১ রান।

এর আগে ২০তম ওভারে মাশরাফির প্রথম বলে জেসন বেয়ারস্টোরের (৫১) অসাধারণ ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। সাইফউদ্দিন বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন জো রুট (২১)। মিরাজের বলে বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুতই সেঞ্চুরি করা জেসন রয়ও সাজঘরে ফেরেন ১৫৩ রান করে। এদিকে ১টি করে উইকেট নিয়েছেন মর্তুজা, মিরাজ ও সাইফউদ্দিন।