বিশ্বকাপ জিততে হলে বিন্দুমাত্র ভুলের সুযোগ নেই : ক্যালিস

SHARE

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা আর কোনো ভুল করতে পারবে না এবং সেমিফাইনালে যেতে হলে তাদের বাকি প্রায় সব ম্যাচই জিততে হবে মলে মন্তব্য করেছেন দেশটির সাবেক কিংবদন্তি অল-রাউন্ডার জ্যাক ক্যালিস। ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৪ রানে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে গতকাল রবিবার রাতে বাংলাদেশের কাছে ২১ রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা।

আইসিসির এক কলামে ক্যালিস লিখেছেন, ‘শেষ চারে উঠতে হলে তোমাদের ছয় ম্যাচে জিততে হবে, হতে পারে পাঁচ ম্যাচ জিতলেও চলবে। তবে সে ক্ষেত্রে রান রেট খুব ভাল থাকতে হবে। দক্ষিণ আফ্রিকাকে হাতে থাকা প্রায় সব ম্যাচ জিততে হবে। এখানে ভুল করার কোনো সুযোগ নেই।’

নতুন রাউন্ড-রবিন পদ্ধতিতে শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে এবং আগামী বুধবার শক্তিশালী ভারতের বিপক্ষে হারলেও দক্ষিণ আফ্রিকার জন্য রান রেট গুরুত্বপূর্ণ হতে পারে। পয়েন্ট সমান এবং সমান জয় থাকলে অবস্থানের বেলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে রান রেট।

ক্যালিস আরো বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবেনা। তবে এটা হবে তাদের প্রথম এবং আমাদের তৃতীয় ম্যাচ। যে কারণে আগের দুই ম্যাচ খেলার অভিজ্ঞতা থেকে আমাদের সুবিধা নিতে হবে। তাছাড়া ওরা এক সপ্তাহ খেলার বাইরে আছে এবং প্রথম ম্যাচে কিছুটা নার্ভাস থাকতে পারে। এই জায়গাটিতে আমরা মানিয়ে নিয়েছি। ক্রিকেটে আশ্চর্যজনক অনেক কিছুই ঘটতে পারে এবং আমরা একটা জয় পেলে তারপর আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারব। শিরোপা জয়ও অস্বাভাবিক নয়।’

বাংলাদেশের ইনিংসে পর্যাপ্ত ব্যাকআপ না রাখায় অধিনায়ক পাফ ডু প্লেসিসেরও সমালোচনা করেন ক্যালিস। তিনি বলেন, ‘একটা ম্যাচ পরিকল্পনা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে যখন সেটা কাজে আসবে না তখন অবশ্যই আপনারে ব্যাকআপ পরিকল্পনা থাকতে হবে। আমার মনে হয় পুরো ম্যাচেই আমরা একধাপ পিছিয়ে ছিলাম এবং কৌশলগতভাবেও।’

ইনজুরি সমস্যাও দক্ষিণ আফ্রিকা দলকে ভোগাচ্ছে। দলের পেস আক্রমনের সেরা তারকা অভিজ্ঞ ডেল স্টেইন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। আরেক পেসার লুঙ্গি এনগিডিও বাংলাদেশের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। ক্যালিস আরো বলেন, ‘লুঙ্গির ইনজুরি নিঃসন্দেহে ফাফের জন্য সমস্যা সৃস্টি করেছে। সে একজন বিশ্বমানের বোলার এবং আমাদের গুরুত্বপূর্ণ অস্ত্র। ভারতের বিপক্ষে স্টেইনকে পাওয়া যেতে পারে এবং আশা করছি সে পুরো ফিটনেস ফিরে পাবে। আমাদের সকল অস্ত্রই ব্যবহার করতে হবে এবং আর বিন্দুমাত্র ভুলও করা যাবে না।’