চাপ সামলে এগোচ্ছে টাইগাররা

SHARE

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ম্যাচে ৩৬০ রান তাড়া করে জয়ের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা। ওই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দু্ই উইকেট হারায় বাংলাদেশ। জসপ্রীত বুমরাহর বলে ২৯ বলে ২৫ রান করেই সাজঘরে ফিরেন সৌম্য। খেলতে নেমে প্রথম বলেই বোল্ড হয়ে ফিরেন সাকিব আল হাসানও।

তবে মুশফিকুর রহিম ও লিটন দাশ সতর্ক অবস্থানে থেকে ব্যাট চালিয়ে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২০ ওভার খেলে ১০২ রান সংগ্রহ করছে বাংলাদেশ। ক্রিজে আছেন ৫৪ বলে ৪০ রান করা লিটন দাশ। অন্য প্রান্তে মুশফিকুর রহিম ৩৬ বলে করেছেন ২৫ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৩৫৯/৭ (রোহিত ১৯, ধাওয়ান ১, কোহলি ৪৭, রাহুল ১০৮, শঙ্কর ২, ধোনি ১১৩, পান্ডিয়া ২১, কার্তিক ৭*, জাদেজা ১১*; মুস্তাফিজ ১/৪৩, মাশরাফি ০/২৩, সাইফ ১/২৭, রুবেল ২/৬২, আবু জায়েদ ০/৪১, সাকিব ২/৫৮, মিরাজ ০/৪০, মোসাদ্দেক ০/৩২, সাব্বির ১/৩০

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, লিটন দাশ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ, মোসাদ্দেক হোসেইন।

ভারতের একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, বিজয় শঙ্কর, কেদার যাদব, জসপ্রীত বুমরাহ, যুজুবেন্দ্র চাহাল।