ফুয়াদের চলো বাংলাদেশ

SHARE

৩০ মে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। অংশ নেওয়া আগের পাঁচ আসরের চেয়ে এবার বাংলাদেশের স্বপ্ন ও প্রত্যাশাটা অনেক বেশি। আর তাই বাংলাদেশ দল ও ভক্তদের উৎসাহ দিতে গানও তৈরি হচ্ছে অনেক। ফুয়াদ আল মুক্তাদির তৈরি করেছেন ‘চলো বাংলাদেশ ২০১৯’ শিরোনামের একটি গান। সুর ও সংগীতায়োজনের পাশাপাশি ডি রক স্টার শুভ ও জোহানের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফুয়াদও। গানটির মুখ—‘বুকের গভীরে স্বপ্ন বলে সময় হয়েছে আবার জেগে ওঠার, নিঃশ্বাসে যেন বিশ্বাস জাগে হবেই হবে এবার’। কথা লিখেছেন মেহেদী আনসারি। ভিডিও নির্মাতা সামিউর রহমান। ২৪ মে জিপি মিউজিকে গানটি প্রকাশ করা হয়েছে। ভিডিওটি বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হবে। পাশাপাশি দেখা যাবে বায়োস্কোপ এবং গ্রামীণফোনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ফুয়াদ বলেন, ‘২৬ এপ্রিল গানটির কাজ শুরু করি। যুক্তরাষ্ট্রে বসেই গানটি বানিয়েছি। তবে শুভ কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ থেকে। গানের কথায় বাংলাদেশ দলকে উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা গানটি পছন্দ করবেন বলে বিশ্বাস।’