যুক্তরাষ্ট্র প্রতিরোধে প্রত্যয়ী ইরান, ‘যুদ্ধ ভয়ংকর’ বলল ইরাক

SHARE

ইরাকের রাজধানী বাগদাদ সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ জাভাদ জারিফ বলেছেন, ইরান যেকোনো ধরনের যুদ্ধ-তৎপরতা প্রতিহত করবে। এটা হোক অর্থনৈতিক কিংবা সেনাশক্তি সংশ্লিষ্ট। খবর ইরাকি টিভি। তবে ইরাকের নেতারাও যুদ্ধের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দেন জারিফকে।

সফরকালে জারিফ বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো তৎপরতা আমরা শক্তহাতে দমন করবো। এই আক্রমণ হোক অর্থনীতিতে কিংবা সেনাখাতে।

তিনি গাল্ফ রাষ্ট্রগুলোর সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপনেও আগ্রহী। এর জন্যে রাষ্ট্রগুলোর সাথে আগ্রাসনকে নিরুৎসাহিত করে চুক্তিবদ্ধ হতে চায় ইরান, জানান জারিফ।

এদিকে, ইরাকের নেতারা জারিফকে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছেন। হাজার হলেও ইরাকিরা বিষয়টি ভালোমতোই বোঝেন।

সম্প্রতি ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে বাড়তি ১৫০০ সেনা সদস্য পাঠানোর সিদ্ধান্ত নেয়ার পরই প্রতিবেশী দেশ ইরাকে সফর করলেন জারিফ।

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি যুদ্ধ সম্পর্কে সচেতন করেছেন জাফরিকে। গতকাল শনিবার রাতে সাক্ষাৎ হয় দুজনের।

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ নিজেও জাফরিকে যেকোনো যুদ্ধ প্রতিরোধ কিংবা এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার বিষয়ে আলোচনা করেছেন।

ইরাকি নেতাদের সঙ্গে আলোচনায় মধ্যপ্রাচ্যে আমেরিকার বাড়তি সেনা মোতায়েনের বিষয়কে জাফরি খুবই ভয়ংকর এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যে হুমকি বলে তুলে ধরেন।

সূত্র: ডেইলি মেইল, আল আরাবিয়া