আসন্ন ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হবে : সেতুমন্ত্রী

SHARE

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদযাত্রা বিগত সময়ের চেয়ে অনেক সহজ ও স্বস্তিদায়ক হবে। আজ রবিবার মতিঝিলে বিআরটিসির সভাকক্ষে তাদের ঈদ স্পেশাল সার্ভিস পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, ঈদের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতু খুলে দেওয়া হয়েছে। এখন ঢাকা থেকে চার ঘণ্টায় চট্টগ্রাম পৌঁছে যাওয়া যাবে বলেই আশা করছি।

তিনি আরো বলেন, ঈদের সময় বিআরটিসির ১০৮৯টি বাস আন্তঃজেলায় যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে। এর মধ্যে ১৫৩টি নতুন বাস যুক্ত করা হয়েছে।