এবারের বাজেটের পর কোনো কিছুর দাম বাড়বে না

SHARE

অর্থমন্ত্রী ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) বলেছেন, এ বছর বাজেটের পর জিনিষপত্রের দাম বাড়বে না। এটি ঐতিহাসিক কারণ- একদিকে স্বাধীনতার পঞ্চাশ বছর, অন্য দিকে জাতির জনকের জন্মশত বর্ষ। সুতরাং এ বছর বাজেটে কোনো কিছুরই দাম বাড়বে না।

তিনি বলেন, আমি যতদিন বাজেট দিবো ততদিন বাড়তি মূল্য কিছু পাবেন না। তাঁতী, কামার, কুমার, জেলেসহ সব সম্প্রদায়ের-শ্রেণি পেশার মানুষের জন্য এ বাজেটে কোনো না কোনোভাবে প্রণোদনা বরাদ্দ আছে। তাদের স্বার্থ রক্ষায় বিশেষ নজর দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য অনেক বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিবন্ধী মানুষের জন্যও অনেক বরাদ্দ আছে। এ বাজেটে শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) শুক্রবার কুমিল্লার বাগমারা হাই স্কুল মাঠে লালমাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লালমাই উপজেলা উন্নয়ন কমিটির আহবায়ক আবদুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার ও লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন কুমিল্লার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজিজুর রহমান, এএসপি প্রশান্ত পাল, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দীন কালু, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দীন, লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, সদর দক্ষিণের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোটের ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভুঁইয়া, নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক, লালমাই থানার ওসি বদরুল আলম তালুকদার, নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম, সদর দক্ষিণ থানার ওসি মামুন অর রশিদ পিপিএম, কুমিল্লা জর্জ কোর্টের সাবেক পিপি মোম্তাফিজুর রহমান লিটন, নাঙ্গলকোট আওয়ামী লীগের আহবায়ক রফিকুল হোসেন, সদর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম হামিদ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামাল উদ্দীন, বাগমারা উত্তরের চেয়ারম্যান আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আমিনুল হক, বাগমারা উত্তর আওয়ামী লীগের সভাপতি সামছুল হক মুন্সী, বাগমারা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম সওদাগর, লালমাই প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আয়াতুল্লাহ, লালমাই উপজেলা ক্লাবের আহবায়ক কামরুল হাসান ভুট্টুসহ লালমাই উপজেলার সকল চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।