ফের জামিনে টিপু সুলতান দম্পত্তি

SHARE

sumiডা. শামারুখ মেহজাবিন সুমি হত্যা মামলায় যশোরের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান ও তার স্ত্রী ডা. জেসমিনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার সকালে তারা ঢাকার মহানগর দায়রা জজ (অবকাশকালীন বিচারক) রুহুল আমিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

শামারুখের বাবার করা হত্যা মামলায় বর্তমানে তার জামাতা হুমায়ুন সুলতান কারাগারে আছেন।

গত ১৬ নভেম্বর পুত্রবধূ হত্যার মামলায় হাইকোর্টর বিচারপতি এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সম্বনিত বেঞ্চ তাদের ৪ সাপ্তাহের আগাম জামিন দেন।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডে শ্বশুর বাড়ি থেকে শামারুখের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তার শ্বশুর বাড়ির লোকজন দাবি করেন, ডা. শামারুখ আত্মহত্যা করেছেন। তবে শামারুখের পরিবারের অভিযোগ শ্বশুর বাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।