ইংল্যান্ডের পথে মাশরাফি

SHARE

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে ছুটিতে দেশে এসেছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলের সঙ্গে পুনরায় যোগ দিতে আজ বুধবার সকাল ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে চড়ে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

লন্ডনের উদ্দ্যেশে ঢাকা ছাড়ার আগে মিডিয়ার সঙ্গে কথা বলেননি মাশরাফি। এমনকি আজ বিমানে চড়ার আগেও বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে সেভাবে কথা বলেননি তিনি। এ সময় সৌজন্যতা রক্ষায় যা একটু বলেছেন, তার মধ্যেই দলের জন্য দোয়া চেয়ে নিয়েছেন টাইগার দলপতি।

নড়াইল এক্সপ্রেস বলেন, ‘সবাই দোয়া করবেন। চেষ্টা করব ভালো করার। বাংলাদেশ যেন ভালো খেলে।’

জানা গেছে, ইংল্যান্ডের লেস্টারে আগামী ২৩ মে পর্যন্ত অবস্থান করবে টিম বাংলাদেশ। এর পরে ২৪ মে থেকে শুরু হবে আইসিসির সাপোর্টিং পিরিয়ড। তখন থেকে অংশগ্রহণকারী দেশগুলোর সকল দায়দায়িত্ব নেবে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। তার আগ পর্যন্ত লেস্টারে নিজেদের খরচেই অবস্থান করবে বাংলাদেশ।