মোদি ম্যাজিকে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি?

SHARE

ভারতে ফের ক্ষমতায় আসছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, এখন পর্যন্ত ৫৩৩টি আসনের ভোট গণনা শুরু হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩০৩টি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১০৪টি, এমজিবি ৩১টি এবং অন্যান্য দল ৯৫টি আসনে এগিয়ে আছে।

মহারাষ্ট্র, কর্নাটক, উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি আর মুম্বাই-এ এখন পর্যন্ত গণনা থেকে ধারণা করা হচ্ছে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসছে বিজেপি।

লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে এবার ৫৪২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজ এইটিন প্রকাশিত ভোটের লাইভ ফল থেকে দেখা যায়, এককভাবে বিজেপি এগিয়ে রয়েছে ২৮৭ আসনে। জোটগতভাবে তারা এগিয়ে রয়েছে ৩৪১ আসনে।

এদিকে কংগ্রেস এককভাবে এগিয়ে রয়েছে ৫৪টি আসনে। আর জোটগতভাবে তারা এগিয়ে রয়েছে ৯৩টি আসনে। আর অন্য দলগুলো ১০৮টি আসনে এগিয়ে রয়েছে।

সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ১৯ মে। আজ ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে ।