সেই ৬৩ রানই করলেন ফিল হিউজের ভাই৷
ফিলের মৃত্যুর পর এই রানসংখ্যা কার্যত অমরত্ব লাভ করেছে৷ আর তার মৃত্যুর পর ভাই জেশন হিউজ খেলতে নেমে বাইশ গজে করলেন সেই ৬৩ রান৷ প্যাভিলিয়নে ফেরার সময় জেশন জানতেন না নিজের ৬৩ রানের কথা৷ সকলে বলাবলি করতেই বুঝতে পারেন, ভাইয়ের শেষ ইনিংসের মতো ৬৩ রান করেছেন৷ সে সময় তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন৷
সিডনি গ্রেড ক্রিকেটে হিউজের ভাইয়ের এই স্কোর নিয়ে অস্ট্রেলিয়ায় জোর চর্চা৷ মোসমানের হয়ে সিডনির বিরুদ্ধে তার এই রান প্রয়াত হিউজের স্মৃতিকে আরও একবার ফিরিয়ে আনল৷ ভাইয়ের শেষকৃত্যের দিনে জেশন বলছিলেন, ‘ওর প্রেরণাতে ক্রিকেট খেলে যাচ্ছি৷ ক্রিকেটার হিসেবে বেঁচে থাকতে চাই৷’
দু’সপ্তাহ আগে হিউজের মারা যাওয়ার স্মৃতি এখনও টাটকা৷ ভাইয়ের মৃত্যুর পর জেশনকে সে ভাবে মাঠে দেখা যায়নি৷ এই ম্যাচের প্রথম ইংনিসে তিনি ব্যাটও করেননি৷ ৫০ রানে পৌঁছেও তিনি বিহ্বল হয়ে যান৷ এই ম্যাচেই প্রয়াত হিউজের ঘনিষ্ঠ বন্ধু ড্যান স্মিথ সিডনির হয়ে ১২৭ রান করেছেন৷
ম্যাচের পর মাঠ কার্যত হিউজের শোকসভায় পরিণত হয়৷