কিম কার্দাশিয়ানের দাবি, ‘হট’ লুকের কারণে ঈশ্বর নাকি তাকে শাস্তি দিয়েছেন। মাতৃত্বজনিত কারণে ওজন বেড়ে যাওয়ার জন্য সম্প্রতি এক রিয়েলিটি শোতে এভাবেই ঈশ্বরকে দুষলেন এ তারকা।
৩৪ বছর বয়সী কিম ও র্যাপার কেনি ওয়েস্টের ঘরে গত বছরের জুনে নর্থ নামে এক কন্যা সন্তানের জন্ম হয়। ওই সময় কিমের ওজন ৫০ পাউন্ড বেড়ে যায়। বাড়তি মেদ ঝরাতে তাকে নাকি বেশ পরিশ্রম করতে হয়েছে।
মিরর.কম জানায়, এলি ম্যাগাজিনের ব্রিটিশ সংস্করণে দেওয়া এক সাক্ষাৎকারে এ তারকা বলেন, বেশি ‘হট’ হওয়ার কারণে ঈশ্বর তাকে এ শাস্তি দিয়েছেন।
তিনি বলেন, আমার মনে হয়, একটা কারণে ঈশ্বর এটি করেছেন। সে সময় ঈশ্বর বলেছিলেন, কিম নিজেকে তুমি খুব ‘হট’ মনে কর। এবার দেখ আমি কী করতে পারি। এরপর আমার শরীর যেন পাগল হয়ে উঠে। পাঁচ মাস পরেই পণ করলাম আমি আর কখনই বাচ্চা নেব না।
ওই সময় কিমের ওজন দাঁড়িয়েছিল দুই শ’ পাউন্ডের কাছাকাছি। তখন নাকি ‘হট’ ফিগারের কথা ভেবে তিনি অনেক কান্নাও করেছেন। যাই হোক, বেশ পরিশ্রম করে কিম নিজের ফিগারকে আগের ওজনে নিয়ে আসেন। সম্প্রতি ঝড় তোলা তার নগ্নছবি তা-ই প্রমাণ করে।