আজ বসানো হতে পারে পদ্মা সেতুর ১২তম স্প্যান

SHARE

আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে আজ সোমবার বসানো হতে পারে পদ্মা সেতুর ১২তম স্প্যান। আর স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর ১৮০০ মিটার।

জানা গেছে, দুপুরের মধ্যেই মাঝপদ্মায় সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের ওপর বসানো হতে পারে স্প্যানটি। তাই আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে রওনা করে ‘তিয়ান ই’ ভাসমান ক্রেনটি। যদিও গত শুক্রবার এ স্প্যানটি বসানোর পরিকল্পনা থাকলেও ঘূর্ণিঝড় ‘ফণি’র কারণে তা বাতিল করেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পদ্মা সেতুর প্রকৌশলীরা জানান, সকাল ৯টা ১৯ মিনিটের দিকে স্প্যানটি যাত্রা শুরু করে। আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে স্প্যানটি বসানোর কার্যক্রম শুরু হবে। নির্ধারিত স্থানে পৌঁছানোর পর স্প্যান পিলারের ওপর বসানো হবে কিনা সিদ্ধান্ত হবে।

এর আগে গত ২৩ এপ্রিল একাদশ স্প্যান বসানো হয়। এই স্প্যানটি বসানোর পর দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুর ১৬৫০ মিটার। চলতি মাসে তিনটিসহ পদ্মা সেতুতে ১৪টি স্প্যান বসানোর পর বাকি থাকবে ২৭টি স্প্যান।