জম্মু-কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি করে হত্যা

SHARE

ভারতের জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার রাতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জেলা ভাইস প্রেসিডেন্ট গুলাম মোহাম্মদ মিরকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা।

জম্মু-কাশ্মিরে বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর জানিয়েছেন, শনিবার কয়েকজন জঙ্গি নওগাঁয় গুলাম মোহাম্মদের বাড়িতে ঢুকে হামলা চালায়।

তার বুকে ও পিঠে গুলি করে জঙ্গিরা। ঘটনার পরপরই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

আগামী সোমবার লোকসভা নির্বাচনের ৫ম দফার ভোট অনুষ্ঠিত হবে। লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ৫৫ বছর বয়সী গুলাম মোহাম্মদ। নির্বাচনের আগেই তাকে হত্যা করল জঙ্গিরা।

বিজেপির নেতারা বলছেন, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না মিরের সঙ্গে। সাম্প্রতিক সময়ে সরকার সব ধরনের নিরাপত্তা তুলে নিয়েছিল।

বিজেপির জম্মু কাশ্মীর ইউনিট এ ঘটনায় শোক প্রকাশ করে কাশ্মীর উপত্যকায় যারা শান্তি নষ্ট করছে এবং নিরঅপরাধ মানুষকে হত্যা করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

সূত্র: এনডিটিভি