স্প্রাইটের ৪০ টাকার ক্যান ১৬০ টাকায় বিক্রি করা নিয়ে হাইকোর্টের প্রশ্ন

SHARE

রাজধানীতে পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্প্রাইটের একটি ক্যান ৪০ টাকার পরিবর্তে একশ ৬০ টাকায় বিক্রি করা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। আগামী ১২ মে’র মধ্যে এ বিষয়ে জবাব দিতে হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন।

স্প্রাইটের একটি ক্যান ৪০ টাকার পরিবর্তে একশ ৬০ টাকায় বিক্রি করা নিয়ে একজন ভোক্তার করা এক মামলায় এ আদেশ দেন আদালত। এসময় আদালতে উপস্থিত ছিলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

আজ শুনানিকালে আদালত বলেন, দেশের নামিদামি হোটেলগুলোর বিরুদ্ধে প্রায়ই বেশি দাম রাখার অভিযোগ পাওয়া যায়।