ঘূর্ণিঝড় ফণী : বিদ্যুৎহীন সোনাগাজী উপজেলা, আশ্রয়কেন্দ্রে উপকূলবাসী

SHARE

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সোনাগাজীতে প্রচন্ড গতিবেগে বাতাস বইছে। প্রায় ৪০ নটিকেল মাইল গতির বাতাসের সাথে রয়েছে তুমুল বৃষ্টি। এদিকে উপজেলার ৯টি ইউনিয়নে বৈদ্যুতিক খুটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

ফেনী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম টেকনিক্যাল অফিসার আবদুল জলিল জানান, বাতাসের প্রচণ্ড গতিবেগ থাকায় আজ শনিবার সকাল ৬টা থেকে সমগ্র উপজেলায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে অবস্থার উন্নতি হলে সংযোগ স্বাভাবিক হবে।

এদিকে প্রচণ্ড ঝড়ো হাওয়ার কারণে আতঙ্কিত রয়েছে সোনাগাজী উপকূলের মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে পরিবার পরিজন নিয়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন তারা ।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ কালের কণ্ঠকে জানান, দূর্যোগের সম্ভাব্য ক্ষতি এড়াতে উপজেলার সকল ইউনিয়নে সিপিপি ও রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের নির্দেশনা দেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে দেওয়া হয়েছে পর্যাপ্ত শুকনো খাবার। সুচিকিৎসার জন্য মাঠে রয়েছে ১৪টি মেডিক্যাল ও উদ্ধার টিম।