মে দিবস স্মরণে শহীদ মিনারে পথনাটক প্রদর্শনী

SHARE

মহান মে দিবস স্মরণে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনাসভা ও পথনাটক প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ। বুধবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।

আলোচনায় প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। আলোচনাসভায় করবেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মান্নান হীরার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস স্বাগত বক্তৃতা করবেন।

আলোচনাসভা শেষে পথনাটক প্রদর্শন করবে মুক্তমঞ্চ নাট্যদল (গাজীপুর), পদাতিক নাট্যসংসদ (টিএসসি), মৈত্রী থিয়েটার, সাত্ত্বিক নাট্যসম্প্রদায় ও উৎস নাট্যদল।