রাজধানীতে এবার পিকআপের ধাক্কায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থী নিহত

SHARE

উবারের একটি বাইক নিয়ে গন্তব্যে যাওয়ার সময় গত বৃহস্পতিবার কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাজধানীতে পিকআপের ধাক্কায় ৪র্থ শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

রাজধানীর দারুসসালাম থানার মাজার রোডে বাই সাইকেলে পিকআপের ধাক্কায় মাফিম (১২) নামের ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ রবিবার (২৮ এপ্রিল) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

দারুসসালাম থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মাফিম স্কুলের পরীক্ষা শেষ করে, বাসায় গিয়ে খাওয়াদাওয়া সেরে স্থানীয় একটি দোকান থেকে বাই সাইকেল ভাড়া নিয়ে দুপুর দেড়টার দিকে মিরপুরের মাজার রোড দিয়ে চালাতে থাকে। এসময়, প্রাইম ইউনিভার্সিটির সামনের রাস্তায় একটি মিনি পিকাপ ভ্যান সাইকেলটিকে ধাক্কা দিলে, সে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে নিউরোসায়েন্স ইনিস্টিউটের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

পরে ময়নাতদন্তের জন্য পুলিশ বিকালে মৃতদেহটি শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃত মাফিম লালকুঠি এলাকার একটি স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার বাসা ঐ এলাকার ৫৩//বি, ৩য় কলোনিতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মৃতদেহটি সোহরাওয়ার্দী মর্গে রাখা হয়েছে, এ ঘটনায় পিকআপটিকে আটক করা হয়েছে।