প্রভাবশালী নেতার তালিকায় আমিরাতের ক্রাউন প্রিন্স

SHARE

মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির নামের তালিকায় স্থান করে নিয়েছেন আমিরাতের আবুধাবীর ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনিই আরব বিশ্বের একমাত্র ব্যক্তি যার নাম এ তালিকায় এসেছে।

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর মধ্যে লিডার্স ক্যাটাগরিতে নাম রয়েছে মোট ২৬ জনের। ২০ তম স্থানে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

এছাড়াও ২৬ জন প্রভাবশালী নেতারা হলেন, মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি, অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাডোর, জুয়ান গুয়াইদো, ব্রেট কাভানফ, ঝাং ইমিং, পোপ ফ্রান্সিস, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন রাজনীতিবিদ অ্যালেক্সান্ড্রিয়া ওকাসিও-কোর্টেজ, অ্যাবি আহমেদ, জেন গুডল, হোয়েসুং লি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন জায়েদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, ঝাং কেজিয়ান, গ্রেটা থুনবার্গ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দান, মিচ ম্যাককনেল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু, উইলিয়াম বার, লিয়ানা ওয়েন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং ম্যাটেও সালভিনি।