ওড়িশায় নির্বাচন কর্মকর্তাকে গুলি করে হত্যা করল মাওবাদীরা

SHARE

ভারতের নির্বাচন ভণ্ডুল করতে ফের সক্রিয় হয়ে উঠেছে মাওবাদীরা। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে ওড়িশার কান্ধামালে এক নারী নির্বাচন কর্মকর্তাকে গুলি করে হত্যা করল মাওবাদীরা। নিজেদের অস্তিত্ব জানান দিতে বুধবার কান্ধামালে ল্যান্ডমাইন বিস্ফোরণও ঘটিয়েছে মাওবাদীরা। নির্বাচনকর্মীদের একটি গাড়িও এদিন জ্বালিয়ে দেওয়া হয়। মাওবাদী হামলায় ভোটকর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক।

নিহত নির্বাচন কর্মকর্তার নাম সংযুক্তা দিগল। ভোটকেন্দ্রের পথে যাওয়ার সময়, কান্ধামালের বালান্দাপাড়া গ্রামের মধ্যে তাঁকে গুলি করে মাওবাদীরা।

পুলিশ সূত্রে খবর, সংযুক্তা আরও চার ভোটকর্মীর সঙ্গে গন্তব্যস্থলে রওয়না দিয়েছিলেন। বালান্দাপাড়া গ্রামের গভীর জঙ্গল এলাকা দিয়ে যাওয়ার সময়, মাওবাদীরা ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায়। আরও ল্যান্ডমাইন পোঁতা আছে ধরে নিয়ে, গাড়ি থেকে সহকর্মীদের নিয়ে নেমে আসেন সংযুক্তা। সেসময় মাওবাদীরা গুলি চালালে, গুলিবিদ্ধ হন সংযুক্তা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই নারী নির্বাচন কর্মকর্তার।