ইসরায়েলে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে

SHARE

ইসরায়েলের আগাম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (০৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে রাত ১০টা পর্যন্ত। রাতেই ভোটের ফলাফল ঘোষণার কথা রয়েছে।

তবে, কারা সরকার গঠন করবে তা জানতে সপ্তাহ খানেক অপেক্ষা করতে হবে। কারণ দেশটির নির্বাচনী ইতিহাসে ১২০ সংসদীয় আসনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

নির্বাচন পূর্ববর্তী জরিপ অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর পক্ষে সমর্থন রয়েছে ৩৭ শতাংশ ভোটারের।
অন্যদিকে, সাবেক সেনাপ্রধান বিন্নি গানতজকে প্রধানমন্ত্রী হিসেবে চান ৩৫ শতাংশ ভোটার। বিশ্লেষকরা বলছেন, মূল লড়াই হবে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং বিন্নি ও সাবেক অর্থমন্ত্রী ইয়াইর লাপিদের ‘ব্লু অ্যান্ড হোয়াইট’ জোটের মধ্যে।

চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলে এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ক্ষমতাসীন জোট সরকারে ফাটল ধরায় আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।