লোকসভা নির্বাচনের আগে পুলিশ কর্মকর্তাদের বদলির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কর্মকর্তাদের বদলির ব্যাপারে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয়, দুই পুলিশ কমিশনার ও দুই পুলিশ সুপারের বদলিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মমতা। তিনি চিঠিতে বদলির সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখার জন্য কমিশনকে অনুরোধ করেছেন। পাশাপাশি, কার নির্দেশে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা তদন্ত করে দেখারও দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা এবং বিধাননগর পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংকে বদলি করে দেওয়া হয়। তারা ভোটের কোনো কাজে থাকতে পারবেন না বলে কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।
এছাড়া সরিয়ে দেওয়া হয়েছে বীরভূমের এসপি শ্যাম সিং এবং ডায়মন্ড হারবার পুলিশ সুপার এস সেলভি মুরুগানকেও।