আইসিসি বয়কটের আহ্বান উগান্ডান প্রেসিডেন্টের

SHARE

ugandaআন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বয়কট করার জন্য আফ্রিকার দেশগুলোকে আহ্বান জানিয়েছেন উগান্ডান প্রেসিডেন্ট ইয়েরি মুসেভেনি।

আফ্রিকান ইউনিয়নের পরবর্তী বৈঠকে আইসিসির সদস্য পদ থেকে গণহারে পদত্যাগ করার জন্য তিনি প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন। নেদারল্যান্ডের হেগে আইসিসির মূল কার্যালয় অবস্থিত।

ইয়েরি মুসেভেনি অভিযোগ করেছেন, আফ্রিকা মহাদেশকে দমন-পীড়ন আর নিয়ন্ত্রণের একটি অস্ত্র হিসেবেই কাজ করছে পশ্চিমা দেশের তৈরি এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার বিরুদ্ধে আইসিসি-তে যে অভিযোগ আনা হয়েছিল এই মাসের শুরুর দিকে আদালত তা খারিজ করেছে।

কেনিয়ার ২০০৭-২০০৮ এর নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার ঘটনায় উহুরু কেনিয়াত্তা ও তার ডেপুটি উইলিয়াম রুটোর বিরুদ্ধে মানবতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল।

উহুরু কেনিয়াত্তাকে অভিযোগ থেকে নিষ্কৃতি দিলেও তার ডেপুটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে আইসিসি। কিন্তু উগান্ডার প্রেসিডেন্ট ইয়েরি মুসেভেনি বলেছেন, নির্বাচিত কোনো নেতা বা তার কোনো ডেপুটির বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আনা উচিত নয়।

আফ্রিকার কয়েকজন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনায় আদালতের বিরুদ্ধে সেখানে অনেক নেতাই ক্ষোভ প্রকাশ করেছেন।