চীনে খাবারে বিষ প্রয়োগের অভিযোগে শিক্ষক আটক

SHARE

চীনের হেনান প্রদেশে একটি কিন্ডারগার্টেনে খাবারে বিষ প্রয়োগের অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে। পুডিং জাতীয় এক ধরনের খাবারে এই বিষ প্রয়োগ করা হয়। এই ঘটনায় ২৩ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেইজিং নিউজ জানায়, গত বুধবার কিন্ডারগার্টেনে শিক্ষার্থীরা সকালের নাস্তা খাওয়ার পর শিশুরা বমি করতে থাকে এবং এক পর্যায়ে তারা জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনাটি বুধবার ঘটলেও পুলিশ সোমবার তা জানতে পারে।

খাবারের মধ্যে উচ্চ মাত্রার সোডিয়াম নাইট্রাইট পাওয়া গেছে বলে প্রাথমিক তদন্তে জানানো হয়েছে।

পুলিশের বরাত দিয়ে চীনা গণমাধ্যম বলছে, খাবারে বিষ প্রয়োগের মাধ্যমে একজন সহকর্মীর ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল অভিযুক্ত শিক্ষক।
তবে পুলিশ বলছে, সন্দেহভাজন ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে এখনো পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিন্ডারগার্টেনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের অন্য কিন্ডারগার্টেনে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সোডিয়াম নাইট্রাইট প্রায়ই মাংস প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যবহার করা হয়। কিন্তু উচ্চ পরিমাণে সোডিয়াম নাইট্রাইট ব্যবহার ক্ষতিকর হতে পারে।

মন্তব্য