মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ- কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার বড় ছেলে হাসান জামিল অভিযোগ করে বলেছেন, আমার বাবাকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। কাদের মোল্লার মৃত্যুদ- কার্যকরের এক বছর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের করে তার পরিবার।
সংবাদ সম্মেলনে হাসান জামিল বলেন, সরকার ফাঁসি কার্যকরের নামে বাবাকে হত্যা করেছে।
তিনি অভিযোগ করে বলেন, আবদুল কাদের মোল্লা যথেষ্ট আইনি সুযোগ পাননি। আমার বাবাকে হত্যার ৩৪৮ দিন পর আপিল বিভাগ থেকে দায়ের কার রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
তিনি বলেন, ওই রায়ে রিভিউ মেইনটেইনেবল বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করেন। অথচ বাবা তা জেনে যেতে পারলেন না।
সংবাদ সম্মেলনে কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহান, সুপ্রিম কোর্টের আইনজীবী সাইদুর রহমান, এডভোকেট রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।



