নির্বাচনে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের গোপন সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি

SHARE

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্কের সুযোগ নিয়ে কোনো প্রভাব বিস্তারের প্রমাণ মেলেনি বলে প্রতিবেদন দিয়েছেন এ বিষয়ে তদন্তের দায়িত্ব পাওয়া বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার।

তদন্ত প্রতিবেদনের একটি সারসংক্ষেপ রোববার কংগ্রেসের সামনে উপস্থাপন করেন মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার।

এর পরপরই মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন- ‘কোনো আঁতাত হয়নি, বাধাও দেওয়া হয়নি।’

তবে প্রেসিডেন্ট ট্রাম্প তার পদকে কাজে লাগিয়ে অবৈধভাবে বিচার বাধাগ্রস্ত করেছেন কিনা- সে বিষয়ে প্রতিবেদনে কোনো মন্তব্য করেননি মুলার।

এই তদন্তের দায়িত্ব পাওয়ার ২২ মাসের মাথায় মুলার তার প্রতিবেদন জমা দিলেন মার্কিন কংগ্রেসের কাছে। এই সময়ের মধ্যে ট্রাম্পের সাবেক ছয়জন ঘনিষ্ঠ সহযোগীকে বিচারের মুখোমুখি করেছেন তিনি, কয়েকজনকে কারাগারেও পাঠানো হয়েছে।

মুলার তার প্রতিবেদনে অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়মুক্তিও দেননি। ফলে বিষয়টি এখনই সমাপ্ত হচ্ছে না।