উত্তাল সমুদ্রে বিকল প্রমোদতরী উদ্ধার

SHARE

ঝড়ো আবহাওয়ার মধ্যে উত্তাল সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে প্রায় এক হাজার ৩০০ আরোহীসহ সংকটে পড়ে একটি প্রমোদতরী। নরওয়ের পশ্চিমাঞ্চলীয় উপকূলে বিকল বিলাসবহুল সেই প্রমোদতরীকে অবশেষে উদ্ধারকারীরা বন্দরে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। সে সঙ্গে উদ্ধার করে আনা হয়েছে প্রায় দেড় হাজার আরোহীকে।

বিশাল ঢেউ ও প্রবল বাতাসের মধ্যে বিকল হয়ে পড়লে এমভি ভাইকিং স্কাই থেকে বিপদের বার্তা পাঠানো হয়। এরপর পাঁচটি হেলিকপ্টার ও কয়েকটি জাহাজ উদ্ধারকাজে অংশ নেয়।

প্রমোদ তরীটির আরোহীদেরকে নাটকীয়ভাবে উদ্ধার করা হয় হেলিকপ্টারে করে। জাহাজটির আরোহীদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। যাত্রীদের অধিকাংশই ব্রিটিশ ও আমেরিকান।

এরপর উদ্ধারকারীদর চেষ্টায় এর ইঞ্জিন আবার চালু হলে উদ্ধার কাজ বন্ধ করা হয় এবং সেটি কয়েকটি টাগ বোটের সাহায্যে টেনে নিয়ে মোল্ডে বন্দরে আনা হয়।

স্থানীয় সময় শনিবার দুপুর ২টার দিকে সাগরে প্রবল ঢেউয়ের মধ্যে ইঞ্জিন বিকল হয়। যাত্রীরা অনেকেই জানান, জাহাজটি ঝড়ো হাওয়ায় ঝাঁকুনি খেতে শুরু করে। এতে জানালার ফলকগুলো ভেঙে ভেতরে পানি ঢুকে যায়। তখন চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়।