ফিলিস্তিনি মন্ত্রী নিহতের ঘটনা তদন্ত করছে ইসরাইল

SHARE

filistiiiইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে হাতাহাতির পর ফিলিস্তিনের একজন মন্ত্রী জিয়াদ আবু এইনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। অধিকৃত পশ্চিম তীরে ঘটে যাওয়া এই ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে উল্লেখ করেন ইয়ালন।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, গাছ লাগানো নিয়ে একটি বিক্ষোভে অংশ নেয়া ওই মন্ত্রীর গলা চেপে ধরেছে একজন ইসরায়েলি সীমান্ত পুলিশ। এরপরই জিয়াদ আবু এইন বুক চেপে ধরে মাটিতে পরে যান।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই আচরণকে বর্বরোচিত উল্লেখ করে বলেন এটা সহ্য করা হবে না।

অন্যদিকে বিষয়টি ফিলিস্তিনের সঙ্গে যৌথ তদন্ত করার প্রস্তাব করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

ইসরাইল ও জর্ডানের বিশেষজ্ঞরা নিহত মন্ত্রীর মরদেহের ময়নাতদন্ত করবেন বলে তিনি জানিয়েছেন।

ফিলিস্তিনি মন্ত্রী নিহত হওয়ার ঘটনায় নতুন করে আবার ইসরাইল ফিলিস্তিনি উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনাকে নির্মম হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি দুপক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন।