বিশ্ববাসীকে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের আহবান জেসিন্ডার

SHARE

বিশ্বব্যাপী বর্ণবিদ্বেষ নির্মূল এবং এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। গত শুক্রবার দেশটির দুটি মসজিদে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি এ আহবান জানান।

নিউজিল্যান্ডের ওই ঘটনার পর তিনি প্রথমবারের মতো দেওয়া এক ইন্টারভিউতে এ আহবান জানিয়েছেন।

তিনি বিবিসিকে জানান, অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির কারণে বর্ণবিদ্বেষ ছড়িয়ে পড়ছে তিনি এ ধারণার সঙ্গে একমত নন। তিনি ওই ধরনের অভিমতকে নাকচ করে দিয়েছেন।

জেসিন্ডা আরডার্ন বলেছেন, আমরা অভিবাসীদের স্বাগত জানাচ্ছি। এখানে বর্ণবিদ্বেষ ও দক্ষিণ-পন্থা নীতির কোনো স্থান নেই।

বিশ্ববাসীকে বর্ণবিদ্বেষ ও দক্ষিণ-পন্থা নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইষ্টচার্চে দুটি মসজিদে বন্দুক হামলায় অন্তত ৫০ জন নিহত হন।

সূত্র : বিবিসি