সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন সমাজকল্যাণমন্ত্রী

SHARE

mohoshinnনিজের বেফাঁস মন্তব্যের জন্য সিলেট প্রেস ক্লাবে এসে ক্ষমা চাইলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সিলেট প্রেস ক্লাবে এসে তিনি সাংবাদিকদের কাছে ক্ষমা চান।

সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। অনুষ্ঠানে সিলেটের সিনিয়র সাংবাদিকরা ও বিভিন্ন প্রতিনিধিত্বশীল জাতীয়, স্থানীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “‘আমার বক্তব্যের জন্য আপনারা মনোক্ষুণ্ণ হলে নিজগুণে আমাকে ক্ষমা করে দেবেন। আমি নিজেও এক সময় বাংলাদেশ টাইমসের সাংবাদিক ছিলাম। কাজেই সাংবাদিকদের সঙ্গে আমার বরাবরই সখ্যতা ছিল।”

প্রসঙ্গত, গত ৯ আগস্ট সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগীয় আদিবাসী দিবস উদযাপন কমিটির এক আলোচনা সভায় মন্ত্রী সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বলে গালি দিয়ে তোপের মুখে পড়েন। মন্ত্রীর এ ধরনের মন্তব্যের পর উপস্থিত সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করেন।