ক্রাইস্টচার্চে যেভাবে শিশুর জীবন রক্ষা করলেন বাবা

SHARE

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার সময় যখন একটানা গুলি করা হচ্ছিল তখন দুই বছর বয়সী শিশুর জীবন বাঁচাতে গুলির সামনে দাঁড়িয়ে ছেলেকে আড়াল করেছিলেন জুলফিকার সিয়াহ। লিনউড মসজিদে হামলার এ ঘটনায় দুই বছর বয়সী শিশুটি সামান্য আহত হলেও তাঁর বাবা মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত জুলফিকার সিয়াহর অবস্থা গুরুতর, নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে তার চিকিৎসা চলছে। সিয়াহর আমেরিকান স্ত্রী আল্টা মারি বলেছেন, তাদের ছেলে আভেরোস সামান্য আহত, সে সুস্থ হয়ে উঠছে। মাত্র দুই মাস আাগে ইন্দোনেশিয়া থেকে নিউজিল্যান্ডে যায় সিয়াহর পরিবার।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরেছেন সিয়াহর আমেরিকান স্ত্রী আল্টা মারি। তিনি লিখেছেন, ‘লিনউড ইসলামিক সেন্টারে হামলার সময় আমার স্বামী আমাদের ছেলেকে আড়াল করেছিলেন। এতে তার অধিকাংশ গুলি লাগে এবং তিনি আমাদের ছেলের চেয়ে অনেক বেশি আহত হন।’

শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ৫০ জন, যাদের মধ্যে চারজন বাংলাদেশি রয়েছেন। ওই হামলায় আহত আরও ৫০ জনের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।