তরুণদের রেকর্ড পরিমাণ ভোট দিতে বললেন মোদি

SHARE

ভারতের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সামনের মাসের ১১ তারিখ শুরু হয়ে সাত দফায় ভোট হবে সে দেশের বিভিন্ন রাজ্যে। নির্বাচন কমিশন বলছে, প্রথমবার ভোট দেবে সে দেশের দেড় কোটিরও বেশি তরুণ।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন ভোটারদের আরো বেশি করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে বলেছেন। ১৮ থেকে ১৯ বছর বয়সী এই সব তরুণ-তরুণীদের প্রতি প্রধানমন্ত্রীর আবেদন, আপনারা রেকর্ড সংখ্যক ভোট দিন।

দেশের মোট ভোটারের সংখ্যা ৯০ কোটি। তার মধ্যে নতুন ভোটার ১ দশমিক ৬৬ শতাংশ। এ বছরের ১ জানুয়ারি বয়স ১৮ পূর্ণ হয়েছে এমন ভোটাররাই এবার ভোট প্রক্রিয়ায় অংশ নেবে।

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা বলেন, এবার রূপান্তরকামী ভোটারের সংখ্যা ৩৮ হাজার পাঁচশ ২৫ জন। নির্বাচন কমিশন জানিয়েছে, বিশ্বের অনান্য দেশগুলোতে থাকা ভারতীয়রা ভোট প্রক্রিয়ায় অংশ গ্রহণ সংক্রান্ত আইনে বদল এসেছে। এবার এ ধরনের ভোটারের সংখ্যা ৭১ হাজার সাতশ ৩৫ জন।

নরেন্দ্র মোদি বলেন, ভোট এল। গণতন্ত্রের উৎসব শুরু হতে চলেছে। আমি আশা করি এবার রেকর্ড পরিমাণ ভোট পড়বে। বিশেষ করে প্রথমবার ভোট দিচ্ছেন এমন ভোটারদের বলছি আপনারা রেকর্ড পরিমাণ ভোট দিন।